Hajj is obligatory on a person when fulfilling some conditions?


Hajj is obligatory after fulfilling all of the following conditions(1) Being a Muslim No worship is acceptable to Allah by non-Muslim.(2) Adolescence.(3) Staying intellectual. That is, there is no worship of unconsciousness and madness.(4) Having financial and physical ability. Financial capacity means that after having the cost of Hajj, he should have the resources and ability to continue his family's care. These include the ability of his physical fitness, the safety of the road, and the woman's ability to remain with him. Hajj will not be obliged if any one of them is obstructed.                                                                                                                                                                      

                                                                                                                                                                 কোন কোন শর্ত পূরণ হলে একজন লোকের উপর হজ্জ ফরয হয়?

নিম্ন বর্ণিত শর্তগুলোর সবকটি পূরণ হলে হজ্জ ফরয হয়ঃ
(১) মুসলমান হওয়া। অমুসলিম অবস্থায় কোন ইবাদাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না।
(২) বালেগ হওয়া।
(৩) আকল-বুদ্ধি থাকা। অর্থাৎ অজ্ঞান ও পাগলের কোন ইবাদাত হয় না।
(৪) আর্থিক ও শারীরিক সক্ষমতা থাকা। আর্থিক সক্ষমতার অর্থ হলো হজ্জের খরচ বহন করার পর তার পরিবারের ভরণপোষণ চালিয়ে যাওয়ার মত সম্পদ ও সক্ষমতা থাকতে হবে। শারীরিক সুস্থতার সাথে তার যানবাহনের সুবিধা, পথের নিরাপত্তা থাকা এবং মহিলা হলে তার সাথে মাহ্‌রাম পুরুষ থাকা এসবও সক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত। এর কোন একটির ব্যাঘাত ঘটলে হজ্জ ফরয হবে না।
Hajj is obligatory on a person when fulfilling some conditions? Hajj is obligatory on a person when fulfilling some conditions? Reviewed by poland Trending now Trends on August 29, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.