bd সিএনজি অটোরিকশা বয়কট কর্মসূচী,দেশের সর্বত্র UBER, PATHAO এর সার্ভিস চালুর দাবি অারো বেশি তৎপর হবার অনুরোধ জানাচ্ছি.

No automatic alt text available.
অ্যাপনির্ভর জনপ্রিয় পরিবহন সেবা উবার ও পাঠাও বন্ধসহ ৮ দফা দাবিতে ডাকা ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের বিপরীতে আমাদের এই প্রতিবাদ।

আগামী ২৪ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে ২৪ ঘণ্টা আমরা এই প্রতিবাদ কর্মসূচী পালন করবো।
আমাদের কর্মসূচি অনুযায়ী আগামী ২৪ ও ২৫ নভেম্বর, ৪৮ ঘণ্টা ঢাকা ও চট্টগ্রামে সর্বসাধারণ সিএনজি অটোরিকশার সেবা নেয়া থেকে বিরত থাকবেন। এর পরিবর্তে UBER, PATHAO, AMAR RIDE, MUV ও SAM-এর মত মোবাইল অ্যাপ ভিত্তিক পরিবহন সেবা গ্রহণের অনুরোধ করা যাচ্ছে।

***দেশের সর্বত্র UBER, PATHAO, AMAR RIDE, MUV ও SAM-এর সার্ভিস চালুর দাবি ও এর চালক বন্ধুদের অারো বেশি তৎপর হবার অনুরোধ জানাচ্ছি...***

*** যারা এই ধরণের স্মার্টফোন ভিত্তিক পরিবহন সেবা সম্পর্কে অবগত নন, তারা জেনে নিবেন এবং যারা বোঝেন তারা অন্যদের জানতে সাহায্য করবেন।***

তারপরও দাবি পূরণ না হলে ১ জানুয়ারি থেকে দুই মহানগরে আমাদের লাগাতর কর্মসূচী শুরু হবে।

আমাদের কোন কমিটি নেই, আমরা কোন সমাবেশ, বিক্ষোভ কিংবা স্মারকলিপি পেশ করবো না... ঘেরাও করবো না বিআরটিএ। এই সুযোগ যার যার জায়গা থেকে প্রতিবাদ করার...

আমাদের দাবি সামান্য-
১. UBER, PATHAO, AMAR RIDE, MUV ও SAM-এর মত সার্ভিসগুলোকে সরকারি অনুমোদন দেয়া।

২. জনগনকে ভোগান্তি থেকে বাঁচাতে সিএনজি অটোরিকশাকে সঠিক ব্যবস্থাপনায় আওতায় আনার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না তার। তাই সিএনজি অটোরিকশাকে সুষ্ঠূ মিটার ব্যবস্থাপনায় আওতায় আনতে হবে।

সরকার আমাদের দাবি মেনে নিয়ে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো কঠোর ভদ্রান্দোলনে যাবো আমরা...

হোক প্রতিবাদ...
bd সিএনজি অটোরিকশা বয়কট কর্মসূচী,দেশের সর্বত্র UBER, PATHAO এর সার্ভিস চালুর দাবি অারো বেশি তৎপর হবার অনুরোধ জানাচ্ছি. bd সিএনজি অটোরিকশা বয়কট কর্মসূচী,দেশের সর্বত্র UBER, PATHAO এর সার্ভিস চালুর দাবি অারো বেশি তৎপর হবার অনুরোধ জানাচ্ছি. Reviewed by poland Trending now Trends on November 21, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.