After the sexual intercourse bathing or can be delayed? Sahih Bukhari স্ত্রী সহবাসের পর কি গোসল করতেই হবে নাকি দেরি করা যাবে? সহীহ বুখারী (তাওহীদ প্রকাশনী)
অধ্যায় : ৩০/সওম/রোযা ৩০/২২. নাপাক অবস্থায় সওম পালনকারীর সকাল হওয়া। হাদিস নাম্বার :১৯২৫-১৯২৬ আবূ বাক্র ইবনু আবদুর রাহমান ইবনু হারিস ইবনু হিশাম (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী আইশা ও উম্মু সালামা (রাঃ) জানিয়েছেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর (কোন কোন সময়) কোন স্ত্রীর (সাথে সহবাসের) কারণে নাপাক অবস্থায় ফজর হয়ে যেত। এরপর তিনি গোসল করতেন এবং রোযা পালন করতেন।
স্ত্রী সহবাসের পর কি গোসল করতেই হবে নাকি দেরি করা যাবে? সহীহ বুখারী (তাওহীদ প্রকাশনী)
Reviewed by poland Trending now Trends
on
November 17, 2017
Rating:

No comments:
Post a Comment