বাংলার পুলিশ বাহিনী এখন গুন্ডা বাহিনীতে পরিনত হয়েছে দেখেন আর শেয়ার করেন!!
৮ই জুন তৎকালীন হিল উইমেন্স ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমার অপহরনের অধিকতর শুনানী|শুনানীতে সুষ্ঠু বিচার আর অপকারী লে.ফেরদৌস ও বিডিপি সদস্য নুরূল হক আর সালেহ আহমদের যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় সেই বিচারের দাবিতে আজ স্বনির্ভর এ শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়|কিন্তু সেখানে বাংলাদেশের দালাল বাহিনী বিজিবি,পুলিশ সদস্যরা এসে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়|অন্যায়ভাবে মারধর করে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রীসহ ২৫ জন নারীকে আটক করে নিয়ে যায়|বাংলাদেশ সরকারের এসব দালাল বাহিনীর এমন আচরণকে ধীক্কার জানাই||তাই বিজিবি সহ সকল দালাল বাহিনীর প্রতি জানান দিয়ে রাখছি যতই বাধা দিবেন ততই এই পার্বত্যবাসী আরো গর্জে উঠবে!!আন্দোলনের জোয়ার তুলে রাজপথ কাঁপাবে!!
৭/০৬/২০১৭ইং
বাংলার পুলিশ বাহিনী এখন গুন্ডা বাহিনীতে পরিনত হয়েছে দেখেন আর শেয়ার করেন!!
Reviewed by poland Trending now Trends
on
November 17, 2017
Rating:

No comments:
Post a Comment