ভালোবাসা মানে কারো প্রতি অালাদা একটা মায়া, অালাদা একটা অনুভূতি.... তাকে ঘিরে হাজারটা ছোট ছোট চাওয়া পাওয়া।
তাকে ঘিরে হাজারটা ছোট ছোট চাওয়া পাওয়া। অাবেগি হয়ে তার প্রেমে পরা, তাকে নিয়েই নতুন পৃথিবীর সৃষ্টি করা কল্পনার রাজ্যে। . অার কারো প্রতি যদি এসব অনুভূতি-ই সৃষ্টি না হয় সে কখনো সেই মানুষটিকে ভালোবাসতে পারবেনা কখনোই নাহ্। তার জন্যে বুকের একপাশে চিনচিন ব্যাথা অনুভব করার নাম ভালোবাসা। নিজের মনের বিরুদ্ধে গিয়ে কেউ কাউকে ভালোবাসতে পারেনা, কারো কথায় ভালোবাসা যায়না, নিজের ভিতরের অনুভূতি থেকে অাসে এটা। জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায়না যেমন তেমনি কে কখন কাকে ভালোবাসবে তা কেউ জানেনা। . কেউ বছরের পর বছর প্রেম করে তার প্রিয়মানুষটাকে হাড়িয়ে ফেলে, কেউবা একতরফা ভালোবেসেই যায়, অাবার কেউবা না চাইতেই পেয়ে যায়। এসবকিছু উপর থেকে লিখা, নিজের ইচ্ছেতে নয়। কাউকে ভালোবাসার জন্যে ছোট্র
একটি কারন -ই যথেষ্ট। তার কারনে অকারনে হাসি মুখটি দেখতে সবাই-ই ভালোবাসে। অমায়িক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে ভালোলাগে। মনে হয় সারাজীবন দেখলেও শেষ হবেনা তাকে দেখা। সে শুধু অামারি..... এভাবে দিবারাত্রি সপ্ন দেখা সহজ। কিন্তুু ভালোবাসার মানুষটির ভালোবাসা পাওয়াটা-ই কঠিন।
একটি কারন -ই যথেষ্ট। তার কারনে অকারনে হাসি মুখটি দেখতে সবাই-ই ভালোবাসে। অমায়িক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে ভালোলাগে। মনে হয় সারাজীবন দেখলেও শেষ হবেনা তাকে দেখা। সে শুধু অামারি..... এভাবে দিবারাত্রি সপ্ন দেখা সহজ। কিন্তুু ভালোবাসার মানুষটির ভালোবাসা পাওয়াটা-ই কঠিন।
ভালোবাসা মানে কারো প্রতি অালাদা একটা মায়া, অালাদা একটা অনুভূতি.... তাকে ঘিরে হাজারটা ছোট ছোট চাওয়া পাওয়া।
Reviewed by poland Trending now Trends
on
February 04, 2018
Rating:
Reviewed by poland Trending now Trends
on
February 04, 2018
Rating:

No comments:
Post a Comment