রাসূলুল্লাহ (সা:) বলেছেনঃ



যখন কোন বান্দার সন্তানের মৃত্যু হয়, তখন মহান আল্লাহ তাঁর ফিরিশতাগণকে বলেনঃ
তোমরা আমার বান্দার সন্তানের জান কবয করেছ?
ফিরিশতাগণ বলেন, হ্যাঁ।
মহান আল্লাহ বলেনঃ তোমরা তার কলিজার টুকরাকে কেড়ে নিয়েছ?
ফিরিশতাগণ বলেন, হ্যাঁ।
আল্লাহ বলেন, আমার বান্দা কি বলেছে?
তারা বলেন, আপনার প্রশংসা করলো এবং ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়লো।
একথা শুনে মহান আল্লাহ বলেনঃ আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি কর
এবং তার নাম রাখ ‘বাইতুল হামদ’(প্রশংসার ঘর)।

-(তিরমিযী)
--সুবহানাল্লাহ । আল্লাহ মালিকের মত দয়ালু কেউ নেই॥
রাসূলুল্লাহ (সা:) বলেছেনঃ রাসূলুল্লাহ (সা:) বলেছেনঃ Reviewed by poland Trending now Trends on February 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.