- আমাকে প্রতিদিন খাইয়ে দিতে হবে।
- আচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে হবে।
- চুল গুলো খোলা রাখতে হবে

- হাত ধরতে দিতে হবে।
- আমি প্রচুর দুষ্টুমি করি, আমার সাথে তোমাকেও
দুষ্টুমি করতে হবে

- এক কাপ চা ভাগ করে খেতে হবে।
- আমিও ভিষণ ভালবাসবো।
- আমিও খাইয়ে দিবো।
- শাড়ি পরিয়ে দেবো।
- আমার ডান বাহুতে শুতে দিবো

- প্রতিদিন জরিয়ে ধরে ঘুমাবো।
- রাতের বেলায় রাস্তায় হাটা আমার ভিষণ ভালো
লাগে। আমার সাথে হাটতে হবে।
- পায়ে ব্যথা হলে কোলে নিতে পারবো।
- নাকে ধরে জোরে টান দিবো।
- এক আইসক্রিম দুজনে খাব।
- অসুস্থ থাকলে রান্না করে খাইয়ে দিবো

- যথেষ্ট পরিমাণ লম্বা আছি। বুকের মধ্যে মাথা
রাখা কোন ব্যাপার ই না।
- সিরিয়াল দেখা একদম'ই চলবে না।
- এক সাথে বসে রোমান্টিক সিনেমা দেখতে পারি।
- বাচ্চাকাচ্চা হলে তাদেরকে চড় থাপ্পড় দেয়া যাবে না।
আদর করতে হবে।
- আর একটু একটু ঝগড়া করব ! তবে বাপের বাড়ি যেতে পারবে না।
আভিমান আমিই ভাঙ্গাবো শেষমেষ

- একদম পাঁচ ওয়াক্ত নামায ঠিকঠাক পড়তে হবে কিন্তু সাথে
আমাকেও পড়াতে হবে কারণ এই ইহকালে নয়
পরকালেও একসাথে থাকতে চাই


দেখ মেয়ে,, বউ হলে আমাকে ভিষণ ভালবাসতে হবে
Reviewed by poland Trending now Trends
on
December 19, 2017
Rating:

No comments:
Post a Comment