অচেনা তোমারে আমি কখনো চিনি নাকো, লুকানো নহে, তবু লুকানো থাকো।


অচেনা তোমারে আমি কখনো চিনি নাকো, লুকানো নহে, তবু লুকানো থাকো। ছবির মতো ভাবনা পরশিয়া একটু আছো মনেরে হরষিয়া। অনেক দিন দিয়েছ তুমি দেখা, বসেছ পাশে, তবু ও আমি একা। আমার কাছে রহিলে বিদেশি, লইলে শুধু নয়ন মম জিনি। বেদনা কিছু আছে বা তব মনে, সে ব্যথা ঢাকে তোমারে আবরণে। শূন্য পানে চাহিয়া থাকো তুমি, নিশ্বসিয়া উঠে কাননভূমি। মৌন তব কী কথা বলে বুঝি, অর্থ তারি বেড়াই মনে খুঁজি। চলিয়া যাও তখন মনে বাজে চিনি না আমি, তোমারে চিনি না 
যে!
অচেনা তোমারে আমি কখনো চিনি নাকো, লুকানো নহে, তবু লুকানো থাকো। অচেনা তোমারে আমি কখনো চিনি নাকো, লুকানো নহে, তবু লুকানো থাকো। Reviewed by poland Trending now Trends on December 14, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.