(১)হানাফী মুরীদদের মত মিলাদ পড়ায় না।
(২)হানাফী মুরীদদের মত তাবিয বিক্রি করে না।
(৩)হানাফী মুরিদদের মত জুব্বা পড়ে মিথ্যা-কাহিনী ও তাসফির করে বেড়ার না।
(৪)হানাফী মুরীদদের মত পীর-আউলিয়াদের কবরে মাথা নামায় না।
(৫)হানাফী মুরিদদের মত জাল-যঈফ হাদীছ প্রচার করে না।
(৬) হানাফী মুরীদদের মত কুর'আন দিয়ে দোকান ও বাড়ি উদ্ধোধন করতে সমর্থন করেন না।
(৭)হানাফী মুরীদদের মত জাল-যঈফ হাদীছের ভিত্তিতে স্বলাত আদায় করেন না।
(৮)হানাফী মুরীদদের মত গাজা-ও সিগারেট ও জর্দাকে মকরুহ না বলে সরাসরি হারাম বলেছেন।
(৯) হানাফী মুরিদদের ব্যবস্যা বন্ধ করে দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন।
(১০)ডাঃজাকির নায়েক অমুসলিম দের ইসলাম গ্রহণ করতে সাহায্য করেন,এবং কুর'আন ও সহীহ হাদীছ আয়াত/নাম্বার/অধ্যায় /পরিচ্ছদ সহ উদ্ধৃতি দিয়ে থাকেন।
জ্ঞানী ফেৎনাবাদ ব্যক্তি আমাদের দান করো যারা আমাদের সম্মুখে সঠিক দ্বীন প্রচার করতে পারবে।
চোরের কাছে যেমন পুলিশ ফেৎনা তেমনি নামধারী মাযহাবী ও ইমামদের মুরিদদের কাছেও ডাঃজাকির নায়েক ফেৎনা।আল্লাহ তুমি জাকির নায়েকের এর থেকে আর অধিক জ্ঞানী আলেম আমাদের দান কর।
যার সামানে কোন নাস্তিক,কাফের,মুশরিক,,নামধারী পীর ও ইমামের মুরীদের কোন যুক্তি টিকে না।
অসাধারণ ভাবে সকল বাতিলের দাঁত ভাঙা জবাব দিয়ে থাকেন।
জাকির নায়েক কেন ভণ্ড ও বিদ'আতী তার কিছু নমুনাঃ
Reviewed by poland Trending now Trends
on
December 21, 2017
Rating:

No comments:
Post a Comment