হঠাৎ করেই এসে মেয়ে
মনের আকাশে কালো মেঘে ছেয়ে
ঝরালে না বরিষণ দিলে নিরাভরণ ভিজিয়ে,
এ কেমন প্রেমে দিলে ডুবিয়ে
অধম অক্লেশে রইলেম আঁচলে জড়িয়ে।
আহা্ কি জাদু কি মোহে হলেম আবিষ্ট
তুমি মোহিনী ভ্রকুটিতে ছুঁড়ে দাও হাসিটুকু উচ্ছিষ্ট!
গ্রীবা বাঁকিয়ে আঁখির চাহনি
হৃদয়ে বিদ্ধ করো কামনার বহ্নি!
ঠোঁটের থিরথির কম্পন
করে উতল চঞ্চল তনুমন,
কাছে এলে হয়ে যাই প্রপাত ধরনীতল
তুমিই আমার আরাধনা উদগ্র প্রেমের শতদল।
মেয়ে কত করে বলেছি তোমার
আছে চুম্বক বাসনা হোমাগ্নি আগ্নেয়গিরির প্রজ্জলন,
আছে বয়স সময় সমাজের দুরত্ব অজস্র যোজন
তুমি কি অবলীলায় ভুলে থাক দুজনের ব্যবধান!
তোমার জন্য হবেই জানি অপরাহ্নে স্খলন!
তুমিই আমার অন্তিম গন্তব্য চুড়ান্ত সুখের আত্নদহণ !!!
@ শুক্কুর চৌধুরী * ২০ জানুয়ারী /১৮, চট্রগ্রাম।
মনের আকাশে কালো মেঘে ছেয়ে
ঝরালে না বরিষণ দিলে নিরাভরণ ভিজিয়ে,
এ কেমন প্রেমে দিলে ডুবিয়ে
অধম অক্লেশে রইলেম আঁচলে জড়িয়ে।
আহা্ কি জাদু কি মোহে হলেম আবিষ্ট
তুমি মোহিনী ভ্রকুটিতে ছুঁড়ে দাও হাসিটুকু উচ্ছিষ্ট!
গ্রীবা বাঁকিয়ে আঁখির চাহনি
হৃদয়ে বিদ্ধ করো কামনার বহ্নি!
ঠোঁটের থিরথির কম্পন
করে উতল চঞ্চল তনুমন,
কাছে এলে হয়ে যাই প্রপাত ধরনীতল
তুমিই আমার আরাধনা উদগ্র প্রেমের শতদল।
মেয়ে কত করে বলেছি তোমার
আছে চুম্বক বাসনা হোমাগ্নি আগ্নেয়গিরির প্রজ্জলন,
আছে বয়স সময় সমাজের দুরত্ব অজস্র যোজন
তুমি কি অবলীলায় ভুলে থাক দুজনের ব্যবধান!
তোমার জন্য হবেই জানি অপরাহ্নে স্খলন!
তুমিই আমার অন্তিম গন্তব্য চুড়ান্ত সুখের আত্নদহণ !!!
@ শুক্কুর চৌধুরী * ২০ জানুয়ারী /১৮, চট্রগ্রাম।
" প্রজ্জলন "
Reviewed by poland Trending now Trends
on
January 28, 2018
Rating:

No comments:
Post a Comment