" শুধুই ভালবাসি ভালবাসি "
ভালবাসা নয়কো জেনো
. বিপনীর বিকিকিনি সওদা,
তুমি দিলেই কড়ি
সে পুরোবে তোমার ওয়াদা।
ভালবাসা যে গো বড়ই কঠিন
কিছু নিতে হয় মেনে কিছুটা মানিয়ে,
তাতেই হতে পারে সমঝোতা
নইলে ভালবাসা যায়যে বিষিয়ে।
শুধুই শুধুই ভালবাসি ভালবাসি
যত্র যত্র বলে কত কত জন,
কত সুদর্শন সুদর্শনা রাশিরাশি
ত্যাগেই ভালবাসা মানে কয়জন।
ভালবাসা বড়ই মধুর বড়ই পবিত্র
ততোই কঠিন ভালবাসাময় যাপিত জীবন,
ভালবাসায় আছে আনন্দ বেদনা
তাই বুঝি ভালবাসার আরেক নাম সুখের মরন।।
@ শুক্কুর চৌধুরী *.২২ জানুয়ারী /১৮, চট্রগ্রাম।
ভালবাসা নয়কো জেনো
. বিপনীর বিকিকিনি সওদা,
তুমি দিলেই কড়ি
সে পুরোবে তোমার ওয়াদা।
ভালবাসা যে গো বড়ই কঠিন
কিছু নিতে হয় মেনে কিছুটা মানিয়ে,
তাতেই হতে পারে সমঝোতা
নইলে ভালবাসা যায়যে বিষিয়ে।
শুধুই শুধুই ভালবাসি ভালবাসি
যত্র যত্র বলে কত কত জন,
কত সুদর্শন সুদর্শনা রাশিরাশি
ত্যাগেই ভালবাসা মানে কয়জন।
ভালবাসা বড়ই মধুর বড়ই পবিত্র
ততোই কঠিন ভালবাসাময় যাপিত জীবন,
ভালবাসায় আছে আনন্দ বেদনা
তাই বুঝি ভালবাসার আরেক নাম সুখের মরন।।
@ শুক্কুর চৌধুরী *.২২ জানুয়ারী /১৮, চট্রগ্রাম।
" শুধুই ভালবাসি ভালবাসি "
Reviewed by poland Trending now Trends
on
February 02, 2018
Rating:
Reviewed by poland Trending now Trends
on
February 02, 2018
Rating:

No comments:
Post a Comment